গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত কোচাশহরের বিভিন্ন হাটবাজারে সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ করা হয়। পরে পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে “শেখ হাসিনার অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার, বুনাতলা বাজার ও নয়ারহাট বাজারে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড সর্বসস্তরের মানুষের তুলে ধরে লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সদস্য কপিরুল ইসলাম রানার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা ও কোচাশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আইয়ুব হোসেন, রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলু, উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন লেলিন, ইউপি সদস্য শেখ আশাদুল ইসলাম প্রমূখ।